![[Lyrics] Moyuri - Valobashi Bolte Samne Ashe Na [Lyrics] Moyuri - Valobashi Bolte Samne Ashe Na](https://1.bp.blogspot.com/-hjbk9VNI_c8/Xyj4QBcBzfI/AAAAAAAAB5o/Rl15goxnbT0Tq324pTJsUk8dNtXwU8gsQCLcBGAsYHQ/w600/thumbnail-46.jpg)
Check out the song lyrics of "Valobashi Bolte Samne Ashe Na (ভালবাসি বলতে সামনে আসেনা)" by 'Moyuri (Shopnojal Band)'
রোজ আমারে চিঠি লিখে
আড়াল থেকে চেয়ে দেখে
রোজ আমারে চিঠি লিখে
আড়াল থেকে চেয়ে দেখে
ভালোবাসি বলতে আমার সামনে আসে না
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা (2x)
মোবাইল ফোনে মেসেজ করে আসো জানালায়
কখন থেকে দাড়ায় আছি তোমার অপেক্ষায় (2x)
বেক দিলে কল বাজে শুধু রিছিব করে না
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা (2x)
বইয়ের ভাঝে চিঠির মাঝে রাখে গোলাপফুল
দেইখা তাতে বুইঝো না গো
আমায় তুমি ভুল (2x)
কেনো এমন করে গো সে মনটা বুঝে না
সে তো বড়ই সেয়ানা, জানি সে প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা
রোজ আমারে চিঠি লিখে
আড়াল থেকে চেয়ে দেখে
ভালোবাসি বলতে আমার সামনে আসে না
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা
বুঝি বড় সেয়ানা ছেলেটা প্রেমিক সেয়ানা (2x)